কবিতাঃ "স্মৃতির পাতায়' খোকা "

কবিতাঃ "স্মৃতির পাতায়' খোকা "

"স্মৃতির পাতায়' খোকা "


-এইচ এম দেলওয়ার


ছোট্ট হতে হলাম বড়
দেখলাম অনেক কিছু 
বাবার হাতে, হাত রেখে আমি
শিখলাম হাটা চলা। 

মায়ের কথায়, তাল মিলিয়ে 
বলতে শুরু, পাকা পাকা কথা,
দিদার আঁচল, মাথায় দিয়ে 
লুকিয়ে থাকা দুষ্টুমির পরে। 

নানুর থেকে পয়সা নিয়ে 
চুরমুর আর চাপাতি হস্তে
খেতাম সবে বন্ধু মিলে, 
পেছাল বৃক্ষ তরে। 

আষাঢ় মাসের ঐ দিনে 
পাখির ছানা ধরবো বলে 
খন্তি নিয়া বন্ধুর দল
খেতাম ধাওয়া নাগ সাপের। 

স্বপ্ন বড় খোকা ও বড় 
শহর পথে হাঁটতে চললো 
স্মৃতির পাতা একটুখানি 
ছড়িয়ে দিল সব গুরুজনের তরে।


জুড়ীর সময়/ডেস্ক