কবিতাঃ "মহামারী করোনা"

কবিতাঃ "মহামারী করোনা"

 "মহামারী করোনা"

       -ওয়াজ উদ্দিন মিনহাজ  

করোনার নাম শুনেই
কাঁপে বুক দূরু দূরু;
একি আবার নতুন তান্ডব 
দেশে হলো শুরু। 

এমনিতেই দূষণের নেইকো অভাব
তার উপর করোনা সত্যিই বাড়তি চাপ।
রোগব্যধি যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে
নতুন আতঙ্ক এলো আবার,কোটি জনতার মাঝে। 

কেউবা বলে গজব এটিকে,কেউবা বলে আজাব।
সবার আগে করবো নিশ্চিত, সুরক্ষার হিসাব
পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ , হাদিসেও আছে।

নিয়মমেনে দু'হাত ধুয়ে 
ভাববো করোনা গেছে। 
জনসমাগম এড়িয়ে চলি,
কোলাকুলি দেই বাদ।

বেঁচে থাকলে করবো ভোগ,
পৃথিবীটার স্বাদ!
দেশকে বাঁচাবো,দশকে বাঁচাবো
এই হোক আমার পণ;

দেশের স্বার্থে তৎপর সদা
আমার উদার মন।
ভয় নেই, ভয় নেই
একদিন ঠিকই হবে করোনার ক্ষয়।
আমরা সেদিন করতে পারবো
মহামারীকে জয়।

জুড়ীর সময়/ডেস্ক