নিজস্ব প্রতিবেদক::
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সাগরনাল ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বড়লেখা-জুড়ী সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
তিনি বলেন, আমি জনসেবাকে ইবাদত মনে করি। আমি আপনাদের নেতা নয় বরং খাদেম হিসেবে পাশে থাকতে চাই। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি হাফিজ মাওলানা নজমুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা সেক্রেটারি মো. আজিম উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সুরমান, উপজেলা শিবিরের সভাপতি এমরান হোসেন মনিয়ার, উপজেলা জামায়াতের নেতা মাওলানা লোকমান হোসাইন, নজরুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াত নেতা আব্দুর রহিম, আব্দুল ওয়াদুদ, শফিকুর রহমান, ডা. মফচ্ছিল আলী, জিল্লুর রহমান, মাওলানা আব্দুল মালিক।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন
