জুড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে

জুড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও আগামী ১৩ই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচির সমর্থনে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ।

এ ঘটনায় রাতে জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিয়া নাসির উদ্দিন আহমেদ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৩০-৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের কবির আহমদের ছেলে ও জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এআর সাজেদ (২৮), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসান তারেক (৪২) এবং জাঙ্গীরাই গ্রামের মো. চান মিয়ার ছেলে হাবিবুর রহমান জয়ের (২৫) নাম উল্লেখ করা হয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম ভূঁইয়া জানান, চিহ্নিত ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন