নিজস্ব প্রতিবেদক::
ঢাকার মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ী এবং খুলনায় যুবদল নেতাকে গুলি করে রগ কেটে হত্যার মতো নৃশংস ঘটনার প্রতিবাদে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই ২০২৫) সন্ধ্যায় জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নিউ মার্কেট সংলগ্ন এলাকায় পথসভায় পরিণত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজা। এসময় আরও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মক্কদস আলী, সদর জায়ফনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, যুবনেতা তোফায়েল আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়জুর রহমান, সদস্য সচিব সোহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ ও সদস্য আমির হোসেনসহ স্থানীয় ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “দেশে পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার না হলে জনগণের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হবে।”
তারা প্রশাসনের প্রতি হত্যাকান্ড গুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
জুড়ীরসময়/ডেস্ক/সাইফ