স্বল্প মূল্যে সেবা দিতে জুড়ীতে উদ্বোধন হলো ডায়াবেটিক সেন্টারের

স্বল্প মূল্যে সেবা দিতে জুড়ীতে উদ্বোধন হলো ডায়াবেটিক সেন্টারের

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে স্বল্প মূল্যে ডায়াবেটিস রোগীদের সেবা দিতে উদ্বোধন হয়েছে জুড়ী ডায়াবেটিক সেন্টারের।

শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে জুড়ী এক্সপার্ট হাসপাতালের মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

জুড়ী ডায়াবেটিক সেন্টার ও এক্সপার্ট হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সাত্তারের পরিচালনায় ও ভাইস চেয়ারম্যান এডভোকেট শাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, এক্সপার্ট হাসপাতাল ও জুড়ী ডায়াবেটিক সেন্টারের চেয়ারম্যান ডা. খালেদ সাইফুল্লাহ, বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ড্রিগ্রী মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির ও অনলাইন নিউজ  পোর্টাল জুড়ীরসময়ের সম্পাদক আশরাফ আলী।

জুড়ী ডায়াবেটিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সাত্তার জানান, জুড়ীতে এই প্রথম ডায়াবেটিক সেন্টার যাত্রা শুরু করেছে। ডায়াবেটিক সেন্টারের মাধ্যমে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১ঘটিকা পর্যন্ত ডায়াবেটিস রোগীগণ চিকিৎসা নিতে পারবেন। জুড়ী এক্সপার্ট হাসপাতালের অভ্যান্তরে এই ডায়াবেটিক সেন্টারের কার্যক্রম চলবে।

জুড়ী ডায়াবেটিক সেন্টার ও এক্সপার্ট হাসপাতালের চেয়ারম্যান ডা. খালেদ সাইফুল্লাহ বলেন, ডায়াবেটিস একটি ক্রনিক রোগ যা পূর্ণ নিরাময় সম্ভব নয়। চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখতে হয়। কিন্তু আমাদের স্বল্প আয়ের দেশে সাধারণ মানুষ আজীবন এই চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারে না। যার কারণে বিনা চিকিৎসায় বা অপর্যাপ্ত চিকিৎসার কারনে মানুষ হার্ট, কিডনী, চোখ সহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়।

তিনি বলেন, ডায়াবেটিস রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য জুড়ী ডায়াবেটিক সেন্টার ডায়াবেটিস রোগীদের আজীবন চেকআপ ও চিকিৎসা সেবা কে স্বল্প খরচে  জনগনের সাধ্যের মধ্যে নিয়ে আসতে চায়। প্রচলিত বাজার মূল্য থেকে ৪০-৫০% কম খরচে এখানে ডায়াবেটিস রোগীরা সেবা নিতে পারবেন। আমরা চাই চিকিৎসা নিয়ে সবাই সুস্থ থাকুক।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন