জুড়ীতে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন ও নাশিদ মাহফিল

জুড়ীতে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন ও নাশিদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক::

পুরোদমে প্রস্তুতি চলছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ গোয়ালবাড়ী (হাজীবাড়ী), কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কিরাত সম্মেলন ও নাশিদ মাহফিলের কাজ।

আগামীকাল ৫ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় শুরু হবে উক্ত অনুষ্ঠান। এতে উপস্থিত থেকে কিরাত পড়বেন, শায়খ ক্বারী ঈদী শাবান (তানজানিয়া), শায়খ ড. ক্বারী সালাহ মুহাম্মাদ সোলাইমান (মিশর), শায়খ ক্বারী মুহাম্মদ ছানাদ আব্দুল হামিদ (মিশর), শায়খ ক্বারী আহমেদ হিজা (আফ্রিকা), শায়খ ক্বারী আব্বাস উদ্দীন (বাংলাদেশ),

এছাড়াও নাশিদ গাইবেন, কবি মুজাহিদ বুলবুল, শালিন আহমদ, ফয়েজ আহমদ শাহরুখ, আবু উবায়দা, আবির হাসান, সায়নান সায়েম।

হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ রাহাত বলেন, আগামীকাল আমাদের আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলনে সকলে আসবেন এবং সর্বপরি আমাদের জন্য সবাই দোয়া করবেন।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন