নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটি (অদক) ১২ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে। রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে সংগঠনটি সাংবাদিকদের সামনে তাদের দাবিগুলো তুলে ধরে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি তাফজ্জুল আরাবী, সহ সভাপতি রুমেল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, অর্থ সম্পাদক আব্দুল আজিজ তরফদার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সায়েমী, পরিকল্পণা বিষয়ক সম্পাদক, মোক্তাদির হোসাইন, মিডিয়া সম্পাদক সৈয়দ রুহুল আমীন, সাংস্কৃতিক সম্পাদক বদরুল আমিন চৌধুরী সুফি ও সদস্য আবুল আলা মো. মওদুদ।
বক্তারা বলেন, আমাদের উঠতি বয়সী ছেলে-মেয়েরা, আমাদের ভাতিজা-ভাতিজি সহ আত্নীয়-স্বজন সবাইকে অশ্লীলতা থেকে মুক্ত রাখতে হবে, অপসংস্কৃতি থেকে মুক্ত রাখতে হবে। সুস্থ সংস্কৃতি বিকাশ ঘটাতে হবে। যাতে আমরা একটি সুস্থ এবং সমৃদ্ধশালী সমাজ তৈরি করতে পারি।
বক্তারা আরও বলেন, আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে তারা কোন ধরণের অশ্লীলতা বেহায়াপনার অনুমোদন না দেন। অনেক সময় দেখা যায় তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে রাত গভীর হলে অর্ধ উলঙ্গ মহিলাদের দিয়ে নৃত্য ও নাচানাচি শুরু করে। গাজা ও ইয়াবার আসর বসায়। এগুলো যারা করে তাদের যেন প্রশাসন কোন ধরণের সাংস্কৃতিক কর্মকান্ডের অনুমোদন না দেয়।
অশ্লীলতা দমন কমিটি (অদক) এর সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বলেন, সমাজের প্রত্যেক জায়গায় অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। চায়নীজ রেস্টুরেন্ট, ফুচকার দোকান, পার্কে গেলে দেখা যায় কম বয়সী ছেলে-মেয়েরা অশ্লীল কাজ-কর্ম করছে। যার কারণে একটা সময় মেয়েগুলো বিভিন্নভাবে ব্যবহার হয়ে যৌনপেশায় যুক্ত হয়। তাই শুরুতেই এই অশ্লীলতা থেকে তাদের মুক্ত রাখতে পারলে সমাজে খারাপ কাজ কমে যাবে।
তিনি বলেন, অনেক মাজারে উরুসের নাম করে অর্ধউলঙ্গ নারী দিয়ে নৃত্য করানো হয়। সেখানে মাদকের আসর বসানো হয়। এগুলো বন্ধের জন্য আমাদের সংগঠন কাজ করবে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন