অনুসন্ধানী প্রতিবেদনে জুড়ীর সময়ের মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন হোসাইন রুমেল

অনুসন্ধানী প্রতিবেদনে জুড়ীর সময়ের মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন হোসাইন রুমেল

নিজস্ব প্রতিবেদক::

ইতিবাচক পরিবর্তে সময়ের সাথে জুড়ীর সময় এই শ্লোগানে শুরু হয়েছিল জুড়ীর সময়ের যাত্রাপথ, পাঁচ বছর পেরিয়ে এখন ছয় বছরে পদার্পন করেছে জুড়ীরসময়।

জুড়ী উপজেলার সাংবাদিকদের নিয়ে ফিচার - ডকুমেন্টারি, আলোকচিত্র, অপরাধ ও দুর্নীতি নিয়ে সাংবাদিকতায় পুরস্কার প্রদানের উদ্যোগ নেয় জুড়ীর জনপ্রিয় অনলাইন জুড়ীর সময়।

রবিবার (০১ ডিসেম্বর) জায়ফরনগর ইউনিয়নের মিলনায়তনে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ২০২৪ সালের মিডিয়া অ্যাওয়ার্ড নির্বাচিত হোসাইন রুমেলের নাম ঘোষণা করেন জুড়ীর সময়ের সম্পাদক আশরাফ আলী। তিনি অনলাইন পোর্টাল জুড়ীর কন্ঠের সম্পাদক ও প্রকাশক।

মিডিয়া অ্যাওয়ার্ড নির্বাচিত হোসাইন রুমেল
২০২৪ সালের জুড়ীর সময়ের মিডিয়া অ্যাওয়ার্ড নির্বাচিত হোসাইন রুমেল।

নির্বাচিত হোসাইন রুমেল অনুপস্থিত থাকায় অতিথিবৃন্দ হোসাইম রুমেলের পিতার হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।

মিডিয়া অ্যাওয়ার্ড নির্বাচিত হোসাইন রুমেল বলেন, ২০২৪ এর জুড়ীর সময়ের মিডিয়া অ্যাওয়ার্ডে আমাকে নির্বাচিত করার জন্য জুড়ীর সময়ের সকল কলা-কুশলীদের ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি অনুপস্থিত থাকায়আমার বাবা এই মিডিয়া অ্যাওয়ার্ড গ্রহন করেন সেটি সত্যি আমার জন্য অনেক আনন্দের এবং গৌরবের। আমি সব সময় চেষ্টা করি কিছু বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য। এবং এরকম পুরুষ্কার আমার কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়। সবাই আমার জন্য দোয়া করবেন আর জুড়ীর সময় যেভাবে অতীতে আমাদের ভালো ভালো কাজ উপহার দিয়েছে ভবিষ্যতেও এমন ধারাবাহিকতা বজায় থাকুক শুভ কামনা জুড়ীর সময়।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন