জুড়ীতে বিএনপি’র সমাবেশে হট্টগোল: পত্রিকায় সংবাদ, মিঠুর সংবাদ সম্মেলন

জুড়ীতে বিএনপি’র সমাবেশে হট্টগোল: পত্রিকায় সংবাদ, মিঠুর সংবাদ সম্মেলন


বিশেষ প্রতিবেদক::

বিভিন্ন গণমাধ্যমে জুড়ী উপজেলা বিএনপি’র কর্মী সমাবেশে হট্টগোল এবং অনুষ্ঠানে অংশ না নিয়ে কেন্দ্রীয় নেতাদের ফিরে যাওয়ার বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

মঙ্গলবার দুপুর ১২টায় জুড়ী শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। 

গত ১৫ ই ডিসেম্বর জুড়ী উপজেলা বিএনপি’র আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠান করা হয়। জেলা বিএনপি’র একাধিক নেতা জানান, ব্যানারে নামের বিষয়ে অসন্তুষ্ট হয়ে জুড়ী উপজেলা শহরে উপস্থিত হয়েও সমাবেশ স্থলে যাননি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

অন্যদিকে, সমাবেশস্থলে জেলা আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু ও জেলা বিএনপি’র সদ্য সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজুর সমর্থকদের মধ্যে হট্টগোল হয়। স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ ঘটনাগুলোর ছবি তোলেন ও ভিডিও ধারণ করে সংবাদ প্রচার করেন। 

এসব সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়ে মিঠু বলেন, সমাবেশে যে ছোটখাটো ঘটনাগুলো হয়েছে, তা ধরার মতো বিষয় ছিল না। সিলেটে ওইদিন বিকাল বেলায় আমাদের ম্যাডামের উপদেষ্টা মির্জা আজম সাহেব উপস্থিত হয়েছিলেন এবং সেখানে একটি মিটিংয়ের আয়োজন ছিল। তাই আমাদের প্রধান অতিথি ও একজন বিশেষ অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলে জুড়ীতে মধ্যাহ্নভোজের পরে সেখানে তাদের ডাকা হয়েছে বিধায় চলে যান। কিছু গণমাধ্যমে বিকৃতভাবে সংবাদটি প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি। 

এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন গণমাধ্যমকে জানান, যেহেতু জুড়ী উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে, সেহেতু উপজেলা বিএনপি’র ব্যানারে সংবাদ সম্মেলন করার কথা নয়। এটা তার (নাসির উদ্দিন আহমেদ মিঠু) ব্যক্তিগত সংবাদ সম্মেলন। তিনি এটা না বুঝে করেছেন। 

জুড়ীরসময়/আইএইচ/সাইফ