নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ীতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
জুড়ীর শিশুপার্কে শহীদ মিনারে সোমবার সকালে সূর্যদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। শহীদ বেদীতে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, থানা পুলিশ ও বিভিন্ন নেতৃবৃন্দ।
জুড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর পুষ্পাঞ্জলি অর্পন করেন।
শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমরজিৎ সিংহ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জুড়ী প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলন, উপজেলা সমবায় অফিস, উপজেলা যুব উন্নয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এবং সরকারি ও আধাসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে শহদী মিনার প্রঙ্গণে।
এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জুড়ী উপজেলা শাখার বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে।
র্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিল কল্যাণ ফেডারেশন জুড়ী উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন