নিজস্ব প্রতিবেদক::
রবিবার (০১ ডিসেম্বর ) বিকেলে জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্রতিষ্ঠাবির্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের আলোচনা সভায় জুড়ীর সময়ের উপসাহিত্য সম্পাদক খালেদ মাসুদ ও নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল মাহির যৌথ পরিচালনায় ও সম্পাদক আশরাফ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন এক্সপার্ট হাসপাতালে চেয়ারম্যান ডা. খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জুড়ীরসময়ের নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল মাহি ও নিজস্ব প্রতিবেদক আবিদ হোসাইন।
এসময় আরও বক্তব্য রাখেন, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য জাকির মনির, ফয়জুল ইসলাম কালা, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম , সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, এক্সপার্ট হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর ও সদর জায়ফরনগর ইউনিয়ন জামায়াত সেক্রেটারী আব্দুস সত্তার, জুড়ী উপজেলা নিসচা সভাপতি সাইফুল ইসলাম, রফিকস এর সিইও রফিক সুমন, ব্যবসায়ী আনোয়ার হোসেন মঞ্জু , শিক্ষক জসিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুড়ীর সমন্বয়ক আফজাল হোসাইন ও ওসমান গনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সহ সভাপতি ইমরানুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক মিয়া, সাংবাদিক এইচ এম সামাদ, আব্দুল মুনিম, জুড়ীর সময়ের নিজস্ব প্রতিবেদক খোর্শেদ আলম ও আফিফুর রহমান।
এর আগে জুড়ী উপজেলার সাংবাদিকদের নিয়ে ফিচার - ডকুমেন্টারি, আলোকচিত্র, অপরাধ ও দুর্নীতি নিয়ে সাংবাদিকতায় মিডিয়া অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেয় জুড়ীর সময়। এতে মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী হোন হোসাইন রুমেল। তিনি অনুপস্থিত থাকায় তার পিতার হাতে সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনে হাকিম থেকে তেলাওয়াত করেন জুড়ীরসময়ের নিজস্ব প্রতিবেদক আজিজুর রহমান মুজাহিদ।
৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে জুড়ীরসময়ের স্লোগান ছিল 'বিজয়ের ক্ষণে, গণমানুষের হয়ে'। স্লোগানটি জুলাই বিপ্লবের বিজয়কে সমুন্নত রাখতে নির্ধারণ করা হয়। স্লোগানটি রচনা করেন জুড়ীরসময়ের সহযোগী সম্পাদক সাইফুল্লাহ হাসান।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন