কথা সোজা

কথা সোজা


 কথা সোজা

-আবদুল হাই ইদ্রিছী

আসছে পূজা কথা সোজা
ওরা মোদের ভাই,
সম্প্রীতিটা থাকবে উঁচু
কোন বিভেদ নাই।

এই মাটিতে জন্ম যাদের
সবাই বাংলাদেশী,
অধিকারটা সবার সমান
নয় তো কারো বেশী।

মুসলমানের ঈদটা যদি
মহা সুখে হয়,
তাইলে কেন সনাতনের
পূজায় হবে ভয়?

ধর্মে কোন চাপাচাপি
বাড়াবাড়ির লেশ,
থাকলে কী আর শান্তি পাবে
প্রিয় বাংলাদেশ?

ভালোবাসার আলোর ভেতর
থাকবো মোরা সুখে,
সবাই মিলে কুচক্রিদের
দিতে হবে রুখে।