তানজিমুল ইসলাম::
একসময় গ্রামবাংলার প্রায় প্রতিটি বাড়িতেই সৌন্দর্যবর্ধক হিসেবে লাগানো হতো জবা গাছ। বর্তমানে নার্সারি ও কয়েকটি বন ছাড়া জবার সৌন্দর্যের সে মনোরম দৃশ্য আর তেমন চোখে পড়ে না।
আর বর্তমানে যেক'টিই দেখা যায়, তার মধ্যে অধিকাংশই লাল জবা যা রক্ত জবা হিসেবে অধিক পরিচিত। গোলাপি জবা এখন অনেকটাই বিপন্ন একটি ফুল প্রজাতি। গোলাপি জবার দেখা মেলে কদাচিৎ ই।
জবার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় নিম্নমাধ্যমিকের বিজ্ঞান বইয়ের মাধ্যমে। আদর্শ ফুলের বিভিন্ন অংশ (স্তবক) পড়াতে নমুনা হিসেবে এখনো ব্যবহার করা হয় জবা ফুলকেই।
মন জুড়ানো সৌন্দর্যের পাশাপাশি জবা ফুলকে ব্যবহার করা হয় ভেষজ চিকিৎসায়। জবার রয়েছে ভেষজ গুণাগুণ। ক্ষত নিরাময়, চোখ ওঠা, সর্দি ও কাশি, চুলের বৃদ্ধিসহ নানা চিকিৎসায় জবা ব্যবহারের কথা শোনা যায় এই জবা ফুলকে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন