মৌলভীবাজার নাশকতার মামলায় বিএনপি ও যুবদলের ১৪ নেতাকর্মী কারাগারে

মৌলভীবাজার নাশকতার মামলায় বিএনপি ও যুবদলের ১৪ নেতাকর্মী কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি::

মৌলভীবাজারে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলা ও দায়েরা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উচ্চ আদালতের মঞ্জুরকৃত জামিন শেষ হওয়ায় তারা আদালতে হাজির হন। মৌলভীবাজার মডেল থানায় নভেম্বর ও ডিসেম্বর ২০২৩ইং দুইটি রাজনৈতিক মামলার (মামলা নং ৩৩৭/২৩ ও ৩৩৮/২৩) ১৪ জন আসামী হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে আসামীদের কারাগারে প্রেরণ করেন।

ওই মামলায় অন্যান্য আসামিরা হলেন জেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলে সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, যুবদলের এম এ নিশাদ, যুবদলের সিরাজুল ইসলাম পিরুন, স্বেচ্ছাসেবক দলের নুরুল ইসলাম, যুবদলের ওয়াহিদুর রহমান জুনেদ, স্বেচ্ছাসেবক দলের আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক দলের রোহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের মামুনুর রশিদ, যুবদলের জাহেদ আহমেদ। মৌলভীবাজার জেলা আদালত পুলিশ পরিদর্শক মো. ইউনুছ মিয়া জানান, গত বছর নাশকতার অভিযোগে করা মামলায় মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা। আদালত শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন