নিজস্ব প্রতিবেদক::
এছাড়াও তার নিকটতম প্রতিদ্বন্ধী মোরগ প্রতীকের এম এ সালাম পেয়েছেন ৫৭১ ভোট। ক্রিকেট ব্যাট মার্কা নিয়ে ৫০৩ ভোট পান আবু সাইদ। মোঃ সুলেমান আহমদ ১৭৬টি ও হুমায়ুন কবির পেয়েছেন ২টি ভোট।
উপনির্বাচনে ৩ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিলেন ৪৪৬৮ জন। তার মধ্যে কাস্ট ভোটের সংখ্যা ২৫৮৪ টি। বৈধ ভোটের সংখ্যা ২৫৫৬টি এবং বাতিল ভোটের সংখ্যা ২৮টি।
এই ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন গত ১৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন। যার ফলে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন