জুড়ীতে উপজেলা নির্বাচনে ৩ পদে মনোনয়ন জমা দিলেন ১৭ প্রার্থী

 


নিজস্ব প্রতিবেদক::

আসন্ন প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জুড়ী উপজেলা পরিষদে নির্বাচনে অংশগ্রহনের জন্য  ৩টি পদে ১৭জন প্রার্থী নিজেদের  মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদে আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২১ মার্চ) কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ উল্লেখ করা ছিলো ১৫ই এপ্রিল। 

১৫ই এপ্রিল (শনিবার) পর্যন্ত জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, বর্তমান ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, আব্দুর রহমান, কবির উদ্দিন, মো: আলী হোসেন ও মোহাম্মদ নাসির উদ্দীন। 

ভাইস চেয়ারম্যান পদে ৭জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, ইকবাল আহমেদ, জুয়েল আহমেদ,  মো: শেখরুল ইসলাম,  মোহাম্মদ মোয়াজ জাকারিয়া শিবলু, মোহাম্মদ আব্দুস শহীদ, মোহাম্মদ শামীম আহমেদ ও  রুবেল আহমেদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম ও শিল্পী বেগম। 

প্রথম ধাপের নির্বাচনে বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে।

এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটারনিং অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।

জুড়ীরসময়/মাসুদ/এএ