জুড়ীতে নির্বাচন থেকে সরে দাড়ালেন মাওলানা আব্দুর রহমান

জুড়ীতে নির্বাচন থেকে সরে দাড়ালেন মাওলানা আব্দুর রহমান

বিশেষ প্রতিবেদক::

প্রথম ধাপের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়ালেন মাওলানা আব্দুর রহমান। রবিবার বিকেলে জুড়ীরসময়কে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এর আগে ২৮ ফেব্রুয়ারি জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে  প্রার্থী হবার ঘোষণা দেন আব্দুর রহমান। প্রার্থীতা ঘোষণা করে উপজেলা জুড়ে ব্যাপক প্রচারণা চালান তিনি। মনোনয়ন জমা দেবার ১ দিন আগে নির্বাচন না করার এই সিদ্ধান্তে হতবাক তার অনুসারীরা।

মাওলানা আব্দুর রহমান জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর ও মৌলভীবাজার জেলা জামায়াতের বর্তমান ভারপ্রাপ্ত আমীর। তিনি একাধারে সমাজসেবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোক্তা সহ নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত। জুড়ী উপজেলায় তার ব্যাপক অনুসারী রয়েছেন।

তবে কি কারণে নির্বাচন থেকে সরে দাড়ানোর  ঘোষণা দিয়েছেন সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে নামপ্রকাশে অনিচ্ছুক জেলা জামায়াতের একজন কর্মপরিষদ সদস্য জুড়ীরসময়কে জানান, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের প্রার্থী নেই। আর নির্বাচনের ব্যাপারে নিরপেক্ষতা নিশ্চিত না থাকায় বিষয়টি নিয়ে সন্ধিহান হওয়ায় নির্বাচন বর্জনের দিকে যাচ্ছে জামায়াতে ইসলামী।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন