উপজেলা পরিষদ নির্বাচন: জুড়ীতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া

উপজেলা পরিষদ নির্বাচন: জুড়ীতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া

মেহদি হাসান :: 

সারা দেশে আগামী মে মাস থেকে কয়েক ধাপে শুরু হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। ৪ঠা মে ২০২৪ থেকে শুরু হবে প্রথম ধাপ। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবার প্রার্থীতা করবেন স্মরণকালের সবচেয়ে বেশী ক্যান্ডিডেটস। তবে বরাবরের মতো চেয়ারম্যান পদে অংশগ্রহনকারী নেতারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন।

আসন্ন জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ পর্যন্ত প্রার্থীতা ঘোষণা করেছেন ৬ জন হেভিওয়েট নেতা। যাদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, বর্তমান ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কবির উদ্দিন, মাওলানা আব্দুর রহমান এবং ফুলতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুক আহমেদ।

ইতিমধ্যে ঘটা করে প্রচারণা শুরু করেছেন বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, রিংকু রঞ্জন এবং কিশোর রায় চৌধুরী মনি ও মাওলানা আব্দুর রহমান। নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিদিন ছুটছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। 

বাকীদের মধ্যে কবির উদ্দিন গত সপ্তাহে নিজ বাড়িতে মতবিনিময় সভা করেছেন। এক ভিডিওবার্তায় তিনি জানিয়েছেন, অল্প কিছু দিনের মধ্যে প্রচারণা শুরু করতে বাংলাদেশে আসবেন।

মাওলানা আব্দুর রহমান ভিডিও বার্তা দিয়ে নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দেন। ইতিমধ্যে তিনি তার কর্মীদের নিয়ে কর্মীসভা শুরু করেছেন।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন