নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় জমিতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতাড়িত হয়ে লিয়াকত আলী ( ৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার(২৪মার্চ) সকাল ১০ টার দিকে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়করন গ্রামে ঘটনাটি ঘটে। মৃত লিয়াকত আলী গৌড়করন গ্রামের মৃত ছিতন মিয়ার ছেলে।
কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, শনিবার রাত ৮ টার পর ঝড়ের সাথে ছিলো বৃষ্টি ও বজ্র বৃষ্টি। ঝড়ের কবলে পড়ে বৈদ্যুতিক লাইন জমিতে ছিড়ে
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনাী সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য আবেদন করা হয়েছে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন