মেহদি হাসান::
মৌলভীবাজারের জুড়ীতে স্থানীয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে হয়ে গেল বীর মুক্তিযোদ্ধা এম এ মোহাইমিন সালেহ স্মৃতি কোয়াব কাপের মেগা ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার (৯ মার্চ) জাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে টুর্নামেন্টের ইতি টানলো কোয়াব জুড়ী। জুড়ীর কৃতি সন্তান সায়মন গ্রুপ ও এসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (আটাব) এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাইমিন সালেহ স্মরণে কোয়াব জুড়ীর আয়োজনে ১৪ টি দলের অংশগ্রহনে মাঠে গড়ায় টুর্নামেন্টটি। ফাইনালে উত্তীর্ণ হয় উপজেলা ফাউন্ডেশন জুড়ী এবং লাল সবুজ চম্পকলতা। উভয় দলের জন্য ছিলো প্রথম শিরোপার হাতছানি। উপজেলা ফাউন্ডেশন এর আগে তিনবার ফাইনালে উত্তীর্ণ হয়ে তিনবারই রানার্সআপ হয়। শিরোপার খরা কাটাতে এবছর দুর্দান্ত ক্রিকেট খেলে উপজেলা ফাউন্ডেশন। প্রথম ম্যাচে আইডিয়ালের সাথে হার দিয়ে শুরু করলেও অসাধারণ কামব্যাক করে দলটি। যার ধারাবাহিকতায় কোয়ার্টার ফাইনালে পাঁচ বারের চ্যাম্পিয়ান শাহজালাল স্পোর্টিং ক্লাব, সেমিফাইনালে আইডিয়ালকে হারিয়ে ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ লাল সবুজ চম্পকলতাকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ফাউন্ডেশন। অপরদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠে রানার্সআপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় লাল সবুজ চম্পকলতাকে।
সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ২০ ওভারে ২২০ রানের টার্গেট ছুড়ে দেয় ফাউন্ডেশন। অতিথি খেলোয়ার রায়হান আহমেদ ২৪ বলে ৬১ এবং সাবেক জাতীয় তারকা আবুল হাসান রাজু ৩৩ বলে ৩৮ রান করেন। জবাবে শুরুতেই কলাপ্স করে চম্পকলতার ব্যাটিং লাইনআপে। কুলাউড়ার তারকা ক্রিকেটার সুমন মালাকার সুন্দর শুরু করলেও হঠাৎ আউট হওয়ায় জয়ের আশা ফিকে হয়ে যায় চম্পকলতার। শেষে নবম উইকেটে রিমন এবং শাকেল ১১০ রানের অসাধারণ একটি পার্টনারশিপ করে মান বাঁচায় দলের।
কোয়াব সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে, সম্পাদক জাকির আহমেদ তানিমের সঞ্চালনায় মেগা ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন পুরো আয়োজনের পৃষ্ঠপোষক সায়মন গ্রুপের চেয়ারম্যান ইয়ামী মোহাইমিন সালেহ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সম্পাদক শেখরুল ইসলাম, কোয়াব জুড়ীর সহসভাপতি জাকির হোসেন শান্ত, খালেদ হোসেন অভি, প্রচার সম্পাদক ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ খালে চৌধুরী, সদস্য মেহেদী হাসান, রাসেল আহমেদ সহ উভয় দলের অফিসিয়াল সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং দর্শকবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সবসময় কোয়াব জুড়ীর সাথে থাকার ইচ্ছা পোষণ করেছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফারুক এবং পৃষ্ঠপোষক সায়মন গ্রুপের চেয়ারম্যান ইয়ামি মোহাইমিন সালেহ। চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করা হয় ট্রফি এবং নগদ ৩০ হাজার টাকা। রানার্সআপ দলকে পরস্কৃত করা হয় ট্রফি এবং নগদ ২০ হাজার টাকা। এছাড়া চ্যম্পিয়ন উপজেলা ফাউন্ডেশনকে পৃষ্ঠপোষক ইয়ামি মোহাইমিন সালেহ একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নিউ ব্যালেন্স এর প্লেয়ার এডিশন ক্রিকেট ব্যাট উপহার দেন। যার বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
৪ উইকেট নিয়ে ম্যান অফ দা ফাইনাল নির্বাচিত হয় আল-আমিন শান্ত। ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয় উপজেলা ফাউন্ডেশনের দলনায়ক আমির হোসেন রনি।
জুড়ীরসময়/মেহদী/হোসাইন