নিজস্ব প্রতিবেদক::
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জুড়ী উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জসীমের সঞ্চালনায় র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
বক্তব্য দেন নিসচা সিনিয়র সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, জুড়ী উপজেলা সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ফয়জুল ইসলাম কালা, নিসচা কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার ফখরুল আবেদিন রুবেল, ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত, এমদাদুল ইসলাম, ইয়াসিন আকরাম ভূইয়া, নুরুল ইসলাম নাহিদ, জসীম উদ্দিন, আব্দুল্লাহ শহীদ জাবের, আশরাফুল ইসলাম আর্জু ও আব্দুল্লাহ আল মাহী প্রমুখ।
সার্বিক সহযোগিতা করেন জুড়ী উপজেলা মুক্ত স্কাউট দল, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ রোভার স্কাউট ও জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন