জুড়ীতে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের “প্রজেক্ট উচ্ছ্বাস”

জুড়ীতে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের “প্রজেক্ট উচ্ছ্বাস”

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন  ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রজেক্ট উচ্ছ্বাস অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে।

শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠন  ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন শিশুদের নিয়ে উৎসবমুখর একটি অনুষ্ঠানের আয়োজন করে। প্রোগ্রামটির নাম দেওয়া হয় "প্রজেক্ট উচ্ছ্বাস -০২"। চা বাগানের মনোরম পরিবেশ ঘেরা জুড়ী উপজেলার বৈষ্ণবপুর গ্রামে এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করা হয়। শিশুদের জন্য হরেকরকম খেলাধুলা ও খাবারের আয়েজন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। খেলাধুলায় বিজয়ী ৯জন সহ প্রায় ৩৫জনকে পুরষ্কারস্বরুপ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। 

জুড়ীতে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের “প্রজেক্ট উচ্ছ্বাস”

সংগঠনের সভাপতি পারিজাত চন্দ্রাননা অর্চি সভাপতিত্বে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৌরভ রায়, সহ শিক্ষাক্রমিক পাঠ্যক্রম সম্পাদক মাহমুদা ইসলাম নাইমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক অভিষেক দাশ, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মাহি, দপ্তর সম্পাদক তামিম জামান, এবং সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিরুল ইসলাম সালমান। 

এছাড়াও উপস্থিত ছিলেন  ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মাহবুবুল ইসলাম কাজল ও হামিদা ইসলাম রুজী।

ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানেের আয়োজন করে থাকে বছরব্যাপী। এটি সংগঠনটির ২২তম ইভেন্ট ছিল। সামাজিক এবং স্বেচ্ছাসেবামূলক প্রোগ্রামের ধারা এভাবেই বজায় রাখার জন্য ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা সংকল্পবদ্ধ।

জুড়ীরসময়/ডেস্ক/মাহি/হোসাইন