রেপটর টিভির প্রতিবেদনে দেড় লক্ষাধিক টাকার সহায়তা পেলেন সাংবাদিক রওশন

রেপটর টিভিতে সংবাদ প্রকাশ; দেড় লক্ষাধিক টাকা সহায়তা পেলেন সাংবাদিক রওশন


হোসাইন রুমেল ::

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাংবাদিক মাহবুব আলম রওশন দীর্ঘদিন থেকে গলায় ক্যান্সার রোগে ভোগছেন। এ নিয়ে স্থানীয় অনলাইন টেলিভিশনে (রেপটর টিভি) ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়। পরে ভিডিও দেখে স্থানীয় ও প্রবাস থেকে বিভিন্ন মানুষ দেড় লক্ষ টাকার মতো সহায়তা করেছেন।

সাংবাদিক রওশন জুড়ীর ফুলতলা ইউনিয়নের বাসিন্দা। ছিলেন সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান।

তিনি দৈনিক ডেশটিনি ও দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সিলেট ও ঢাকায় অপারেশন এবং কেমো থেরাপিসহ ক্যান্সারের চিকিৎসা চালাতে গিয়ে শেষ সম্বল বাড়ি বিক্রি করে ভাড়া বাসায় বসবাস করছেন। এখন তাকে ৩৩টি রেডিও থেরাপি দেওয়ার কথা।

কিন্তু বর্তমানে নিঃস্ব হয়ে পড়ায় ৫ মেয়ে ও ১ ছেলের জনক মাহবুব আলম রওশন চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। তিনি সবার কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়ে ছিলেন রেপটর টিভির এক প্রতিবেদনে।

জানা যায়, গত জুলাই মাসের ৪ তারিখ 'রেপটর টিভির' প্রধান প্রতিনিধি হোসাইন রুমেল এর মাধ্যমে ক্যান্সার রোগী মাহবুব আলম রওশন কে নিয়ে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। যার ফলশ্রুতিতে ১ লক্ষ ৫০ হাজার টাকা সাহায্য উঠেছে। এবং চিকিৎসা বাবদ আরও লক্ষাধিক টাকার প্রয়োজন।

মাহবুব আলম রওশন বলেন, দেশ-বিদেশে অবস্থানরত যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন আপনাদের সবার কাছে চির ঋণী। ইনশাআল্লাহ আমি শীগ্রই আপনাদের মাঝে ফিরে আসবো।

রেপটর টিভির প্রতিবেদক হোসাইন রুমেল বলেন, আমার কাজ হচ্ছে গণমানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা। মাহবুব আলম রওশন ক্যান্সার আক্রান্ত রোগী এমন অবস্থায় তার জন্য কিছু করতে পারা সত্যি আনন্দের। এবং আমি আশা করি এরকম আরও অনেকে উনার পাশে দাঁড়াবেন।

জুড়ীরসময়/এইচআর/সাইফ