নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার জুড়ীতে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা সভা কক্ষে আয়োজিত সভায় উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
যৌথ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মাসুক মিয়া, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নূর, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আনফর আলী, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি অরুন চন্দ্র দাশ, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি মোঃ ফারুক মিয়া প্রমুখ।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন