নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রোববার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় করা হয়।
নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় এর পরিচালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন ও ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এসময় উপস্থিত মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
নব নিযুক্ত পুলিশ সুপার বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি সর্বশেষ পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (মিডিয়া) হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে মো. মনজুর রহমান ভালোকাজের স্বীকৃতি স্বরূপ দুইবার দপ্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেন।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন