মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে সেপটিক ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (০২ জুলাই) সকালে ঘরের পাশে বাতরুমের সেপটিক ট্যাংকে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশু হলো হাসান মিয়া (৪) ও হাবিবা বেগম (২)। তারা টিলাগাঁও ইউনিয়নের জাহাঙ্গীর মিয়ার সন্তান।
পুলিশ জানায়, ছোট বোনকে তুলতে গিয়ে বড় ভাইও ট্যাংকিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের সেখান থেকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার এস আই মোহাম্মদ আলী লাশের সরতহাল প্রতিবেদন তৈরি করেন। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন