জুড়ীতে শিক্ষকদের বিদায় সংবর্ধনা দিলো প্রাক্তন শিক্ষার্থীরা

জুড়ীতে শিক্ষকদের বিদায় সংবর্ধনা দিলো প্রাক্তন শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অরবিন্দ শীল ও সহকারী শিক্ষক বেনু ভূষণ গোস্বামী ও নাজমা সুলতানার অবসর জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে এক  অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুশ সহিদ চৌধুরী খুশির সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সংবর্ধিত শিক্ষক অরবিন্দ শীল, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,  ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ উদ্দিন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,জায়ফর নগর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মিলাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এআর সাজেদ প্রমুখ।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো আলা উদ্দিন,সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা বেগম, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল কাইয়ূম,উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নূরুল হাসান চৌধুরী,পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ, ব্যবসায়ী ইমরান চৌধুরী, মিনহাজ উদ্দিন চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমান প্রমুখ।


জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন