জুড়ীতে 'রেপটর টিভির' যাত্রা শুরু

জুড়ীতে 'রেপটর টিভির' যাত্রা শুরু


বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজার জেলার জুড়ীতে রেপটর টিভি নামে নতুন এক অনলাইন নিউজ পোর্টালের লোগো উন্মোচন করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল)  রাতে জুড়ী মিডিয়া সেন্টারে লোগো উন্মোচন হয়। রেপটর টিভির প্রধান প্রতিবেদক হোসাইন রুমেলের সঞ্চালনায় ও রেপটর টিভির কো-চেয়ারম্যান মাজহারুল ইসলাম মজরের সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

লোগো উন্মোচন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের নৈশভোজের আয়োজন করে রেপটর টিভি কর্তৃপক্ষ।

রেপটর টিভির চেয়ারম্যান আরব আমিরাত প্রবাসী শামীম আহমেদ ও সৌদি আরব প্রবাসী মাজহারুল ইসলাম মজরের মাধ্যমে এই আইপি টিভি যাত্রা শুরু করে। স্বচ্ছ ধারার সাংবাদিকতায় রেপটর টিভি দেশ ও দশের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন রেপটর টিভি কর্তৃপক্ষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতায় শিক্ষিত তরুণরা এগিয়ে আসলে সমাজ উপকৃত হবে। স্বচ্ছ ধারার সাংবাদিকতার মাধ্যমে মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা যায়। সমাজের অন্যায়, অনিয়ম ও অসংগতি তুলে ধরে সমাজকেও কলুষমুক্ত করা যায়। বক্তারা আশা করেন রেপটর টিভি স্বচ্ছ ধারার গণমাধ্যম হিসেবে নিজেদের মেলে ধরবে।

জুড়ীরসময়/ডিএইচ/সাইফ