বড়লেখায় প্রকাশ্যে কারেন্ট জাল বিক্রি: ৩ জনকে জরিমানা

বড়লেখায় প্রকাশ্যে কারেন্ট জাল বিক্রি: ৩ জনকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের বড়লেখার চান্দগ্রাম বাজারে প্রকাশ্যে কারেন্ট জাল বিক্রির দায়ে ৩ জনকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (০৬ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। 


অভিযানে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে প্রকাশ্যে কারেন্ট জাল বিক্রির দায়ে ৩জন ব্যবসায়ীকে ১০হাজার টাকা অর্থদণ্ড ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এসময় জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন উপজেলা মৎস কর্মকর্তা ও বড়লেখা থানা পুলিশসহ স্থানীয় বাজারের ব্যবসায়ীবৃন্দ।


বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, মৎস সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন