জুড়ীতে ডিবির অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

জুড়ীতে ডিবির অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলার জুড়ীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবির) বিশেষ অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ আজাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।


জানা যায়, বুধবার (২৪ মে) বিকেলে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার  ০৭ নং ফুলতলা ইউনিয়নের বিরনতলা গ্রামে আটককৃত ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে ফেনসিডিল সহ  আটক করা হয়।


এসময় আজাদ মিয়ার বসতঘরে তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরবর্তীতে আজাদের দেয়া তথ্য মতে পুর্ব বটলী গ্রামে পলাতক এক আসামির বাড়িতে অভিযান পরিচালনা করে আরও ০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


এসআই ইফতেখার জানান, জুড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পূর্ব বটলী গ্রামের ২/৩ জন লোক ভারত থেকে এই ফেনসিডিল এনে বিক্রি করে বলে আটককৃত আজাদ মিয়া জানিয়েছে। আমরা বাকীদের গ্রেফতারের চেষ্টা করছি। এই ঘটনায় আজাদ মিয়াসহ পলাতক ২ ব্যক্তির বিরুদ্ধে জুড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


এ বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন ডিবির অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন