মানবজমিনের জুড়ী প্রতিনিধি হলেন ইমরান

মানবজমিনের জুড়ী প্রতিনিধি হলেন ইমরান


 নিজস্ব প্রতিবেদক::

বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক মানবজমিনের জুড়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ইমরানুল ইসলাম। বৃহস্পতিবার (২৫ মে) পত্রিকার ঢাকা অফিসে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তাঁকে পরিচয়পত্র প্রদান করেন। এসময় পত্রিকার প্রধান প্রতিবেদক লুৎফুর রহমান ও মফস্বল সম্পাদক রোকনুজ্জামান পিয়াস উপস্থিত ছিলেন।

ইমরান ২০০৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। এর আগে তিনি জাতীয় দৈনিক মানবকন্ঠ, সিলেটের দৈনিক পুণ্যভূমি ও সাপ্তাহিক মানব ঠিকানায় কাজ করেছেন। এছাড়াও তিনি ২০১২ সাল থেকে অনলাইন নিউজ পোর্টাল জুড়ীনিউজ টোয়েন্টিফোর ডটমক এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ইমরান ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে সিলেট এমসি কলেজ থেকে স্নাতকোত্তর করেছেন। জুড়ীর স্বনামধন্য ট্রাভেল এজেন্সি ইমরান ট্রাভেলস এর সত্ত্বাধিকারী তিনি। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন