জুড়ীতে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের "প্রজেক্ট উচ্ছ্বাস" বাস্তবায়ন

জুড়ীতে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের "প্রজেক্ট উচ্ছ্বাস" বাস্তবায়ন


নিজস্ব প্রতিবেদক::

প্রাক প্রাথমিক পর্যায়ের শিশুদের নিয়ে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রজেক্ট উচ্ছ্বাস সফলভাবে বাস্তবায়িত হয়েছে। শনিবার পহেলা অক্টোবর আমতৈল গ্রামের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক পর্যায়ের প্রায় ৪০থেকে ৫০জন শিশুদের নিয়ে এই অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়িত হয়।


হরেক রকম প্রোগ্রামে বিশেষায়িত হয়ে শিশুদেরকে নিয়ে দিনব্যাপী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠানটি  বাস্তবায়িত হয়েছে।  মোট ৪টি গ্রুপে মোট ১২ জন শিক্ষার্থীকে আকর্ষণীয় পুরস্কার এবং বাকিদেরকে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা  মাহবুবুল ইসলাম কাজল, হামিদা ইসলাম, ফাউন্ডেশনের সভাপতি পারিজাত চন্দ্রাননা অর্চি, সহ-সভাপতি সৌরভ রায়, সাধারণ সম্পাদক পল্লব দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বিজন দাস, কোষাধ্যক্ষ সুপার্থ দাশ, হেড অফ ইভেন্ট অর্গানাইজিং ইউনিট আশিস দাশ, সহ-শিক্ষাক্রমিক পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক মাহমুদা ইসলাম নাঈমা, সাহিত্য বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন জুহী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বনশ্রী দাশ, সহকারী ক্রীড়া সম্পাদক নাসিরুল ইসলাম সালমান ও দপ্তর সম্পাদক তামিম জামান।


শিশুদের নিয়ে ঠিক দুর্গাপূজার আগে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  এমন ব্যতিক্রমধর্মী এবং উৎসাহব্যঞ্জক অনুষ্ঠান সর্বমহলে প্রশংসিত হয়েছে। গত ১৮ টি ইভেন্টের মত সামনের ইভেন্ট গুলোতেও যেন শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রে অবদানের অংশ স্বরূপ উপজেলা জুড়ে যেন আরও হরেক রকম প্রোগ্রাম পালন করতে পারে সে জন্য ফাউন্ডেশনের সদস্যরা সর্বমহলে দোয়া চেয়েছেন।

জুড়ীরসময়/মাহি/হোসাইন