জুড়ীতে পুড়ানো হলো ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল

জুড়ীতে পুড়ানো হলো ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ জাল জব্দ করে সন্ধ্যায় জনসম্মুখে পুড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে  উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর থেকে বিকেল অবধি অভিযানে অর্ধলক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো হয়।


উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলা  মৎস্য অফিসের দপ্তরের বাস্তবায়নে  উপজেলার হাকালুকি হাওর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার  নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরিচালনা শেষে অর্ধলক্ষ টাকা মূল্যের কারেন্ট জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান ও জুড়ী থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, আজকের অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ টি  চায়না দুয়ারি/ম্যাজিক জাল উদ্ধার করা হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জুড়ীরসময়/ডেস্ক/হোসাইন