চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা; রিয়াল মাদ্রিদের ১৪, নাকি লিভারপুলের ৭

চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা; রিয়াল মাদ্রিদের ১৪, নাকি লিভারপুলের ৭


ফিচার ডেস্ক :: 

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ২০২১-২২ সিজনের ফাইনালে উঠেছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের অন্যতম স্পেশাল ক্লাব লিভারপুল। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে বিগত বছরগুলোর চেয়ে এবারের ফাইনাল একটু বেশী স্পেশাল হতে যাচ্ছে। এর একটি কারণ এই দুই দলের ম্যানেজার ক্লাব ফুটবলের সবচেয়ে ভিআইপি ম্যনেজার। রিয়াল বস কার্লো এনচেলত্তি যদি এবার শিরোপা জেতেন তাহলে ইতিহাসের একমাত্র কোচ হিসেবে চারটি ইউসিএল ঘরে তোলার রেকর্ড করবেন। এর আগে এনচেলত্তি এসি মিলানের হয়ে দুইবার ও রিয়ালের হয়ে একবার ইউসিএল শিরোপা জেতেন। ওদিকে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ বরুশিয়া ডর্টমুন্ডকে একবার রানার আপ ও লিভারপুলকে একবার ইউসিএল শিরোপা জেতান। এছাড়া ফুটবল ইতিহাসে কার্লো এনচেলত্তি একমাত্র কোচ যিনি ইউরোপের প্রধান পাঁচটি দেশের লীগ শিরোপা জেতেন। এর মধ্যে রিয়াল মাদ্রিদকে লা লীগা, চেলসিকে প্রিমিয়ার লীগ, পিএসজিকে লীগ ওয়ান, এসি মিলানকে সিরি এ, বায়ার্ন মিউনিখকে বুন্দেস লীগা জেতান।


রিয়াল ও লিভারপুলের মধ্যে এবার একটু বেশী ফেবারিট লিভারপুল। এর কারণ লিভারপুলের আক্রমনভাগ; মোহাম্মদ সালাহ, ববি ফিরমিনো ও সাদিও মানে ট্রায়ো বিশ্বের যেকোনো রক্ষণভাগকে এক মুহুর্তে ছানাবড়া করে দিতে পারে। এছাড়া বর্তমান সময়ের সেরা ডিফেন্ডার ভ্যান ডাইক, কোনাতে, আলেকজান্ডার আরনল্ড, বিশ্বসেরা গোলকিপার এলিসন বেকার, মিডফিল্ডে ফ্যাবিনহো, থিয়াগো, হেন্ডারসন, নাভি কেইটা, অরিগি এদের নিয়ে লিভারপুল এবারের সবচেয়ে ব্যালেন্সড টিম। যদি এবার লিভারপুল শিরোপা ঘরে তোলে তবে সপ্তম বারের মত চ্যম্পিয়ন হয়ে এসি মিলানের সাথে ইউসিএল ইতিহাসের দ্বিতীয় সেরা দল হিসেবে স্বীকৃতি পাবে। এর আগে রিয়াল মাদ্রিদ ১৩ বার, মিলান ৭ বার, লিভারপুল ও বায়ার্ন মিউনিখ যথাক্রমে ৬ বার, বার্সেলোনা ৫ বার, আয়াক্স ৪ বার, ম্যানচেস্টার ইউনাইটেড ৩ বার, ইন্টার মিলান ৩ বার, ইয়ুভেনতুস, বেনফিকা, পোর্তো, চেলসি, নটিংহাম ফরেস্ট যথাক্রমে ২ বার করে এ শিরোপা জেতার রেকর্ড করে।



অপরদিকে রিয়াল মাদ্রিদও এবার কম ফেবারিট নয়। বিশেষ করে এবারের লীগে যেভাবে চেলসি, পিএসজি ও ম্যান সিটিকে হারিয়ে রিয়াল ফাইনালে এসেছে তা একরকম অবিশ্বাস্য। যার সিংহভাগ কৃতিত্ব রিয়াল অধিনায়ক করিম বেনজেমার অসাধারণ পারফরম্যান্স। এছাড়া লুকা মদ্রিচ, টনি ক্রুস, ভিনিসিয়াস জুনিয়র, মার্সেলো, কাসেমিরো, রড্রিগো, ইস্কো, এডেন হ্যাজার্ড-রা যেকোনো সময় খেলার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। খেলার ফলাফল যাই হোক, ২৮ মে রাতে ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাতে দে ফ্রান্সে খেলা শেষে ব্রাজিলের জাতীয় পতাকা উড়বেই। দুই দলে একাধিক ব্রাজিলিয়ান তারকা রয়ছে। রিয়ালে মার্সেলো, ভিনিসিয়াস, ক্যাসেমিরো, রড্রিগো। সেই সাথে লিভারপুলে এলিসন বেকার, ফিরমিনো, ফ্যাবিনহো-রা মাঠ মাতাবেন। বাংলাদেশ সময় ২৯ মে ভোর ১টায় ইউসিএল ২০২১-২২ এর ফাইনাল শুরু হবে।

জুড়ীরসময়/মেহেদী হাসান/সাইফ