নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার
(১৩ মার্চ) বিকেলে কমলগঞ্জ উপজেলার রানীবাজার খেলার মাঠ সংলগ্ন ধলাই নদীর
ঘাটে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে
অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় আজিজুর রহমান ওরফে আকবরকে ৫০হাজার
টাকা জরিমানা করা হয়।
এসময় বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ যন্ত্র ও পাইপ জব্দপূর্বক বিধিমোতাবেক নিষ্পত্তি করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
জুড়ীরসময়/ডেস্ক/এএ