'মোবাইল জার্নালিজমই এখন আধুনিক সাংবাদিকতা'

'মোবাইল জার্নালিজমই এখন আধুনিক সাংবাদিকতা'


এমদাদুল হক:: 

উন্নত আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও মোবাইল জার্নালিজমের চর্চা শুরু হয়েছে। 

হাতে একটি স্মার্টফোন নিয়ে সাংবাদিকতার সবকাজ করতে পারা মানেই আপনি একজন স্মার্ট সাংবাদিক। 

হাতে স্মার্টফোন মানেই সাথে একটি হাই রেজুলেশনের ক্যামেরা, একটি মিনি কম্পিউটার, একটি ব্রডকাস্ট সেন্টার, এবং পাঠক-দর্শকের সাথে সরাসরি যুক্ত থাকার মাধ্যম। 

লক্ষাধিক টাকার একটি লেটেস্ট স্মার্টফোনে যখন গণমাধ্যমের পুরো প্যাকেজ বহন করা যাচ্ছে তখন মাথামোটা ১০কেজি ওজনের ক্যামেরা এবং বিভিন্ন সরঞ্জাম কাঁধে বহন করে একাধিক জনবলের একটা জটিল কার্যক্রমকে ইগনোর করছে একজন স্মার্ট মোবাইল জার্নালিস্ট। 

আর বিকেলে ৫-১০টাকা কেজি দরে বিক্রি কাগজের বিষয়টাতো মোবাইল জার্নালিজমের সাথে তুলনারই অযোগ্য।

দর্শক-পাঠকও এখন মোবাইলে ছবি, টেক্সট, ভিডিও-অডিও পেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। টেলিভিশনের খবরও এখন মানুষ টিভিসেটের সামনে বসে নয়, হাতে থাকা মোবাইলেই দেখে। তাছাড়া শেষ কবে একটা পত্রিকা কিনেছেন সেটা মনে আছে? 

যাইহোক, যখন সবকিছু সিম্পল এবং স্মার্ট ওয়েতে উপস্থাপনের জন্য নিত্যনতুন গবেষণা, আবিষ্কার এবং আপডেট হচ্ছে তখন এসকল সুবিধাকে কাজে লাগিয়ে সেসবের মৌলিক প্রশিক্ষণ নিয়ে লেটেস্ট সিস্টেমকে রপ্ত করে কাজ করতে পারাই স্মার্টনেস। 

আর হ্যা, লেটেস্ট এবং আপডেটেড কিছু যখন চলে আসে তখন আগের সবকিছুই ওল্ড বা সেকেলে হয়ে যায়।মোবাইল জার্নালিজমের জয় হোক।

লেখক:

সংবাদকর্মী, বাংলাদেশ টাইমস 

জুড়ীরসময়/এএইচ/সাইফ