কুলাউড়ায় বন্যপ্রাণী আবাসস্থল ও বনভূমি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ শুরু

কুলাউড়ায় বন্যপ্রাণী আবাসস্থল ও বনভূমি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ শুরু


বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের কুলাউড়ায় ১০ দিন ব্যাপী বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় ”বন্যপ্রাণী আবাসস্থল ও বনভূমি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (১৬ মার্চ) কুুলাউড়া হর্টিকালচার সেন্টার নার্সারী তত্ত্বাবধারকের কার্যালয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট (সদর দপ্তর-মৌলভীবাজার) এর আয়োজনে প্রশিক্ষণটি শুরু হয়েছে। 

এতে ফরেস্টার, বন প্রহরী, বন্যপ্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবী সদস্য, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় জন প্রতিনিধিসহ ৩০ জন এই প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে কুলাউড়া হর্টিকালচার সেন্টারের তত্ত্বাবধায়ক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও রেঞ্জ কর্মকর্তা গোলাম ছারোয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন- বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার, সাংবাদিক আজিজুল ইসলাম, আব্দুর রব, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, ময়নুল হক পবন, মিন্টু দেশওয়ারা, নাজমুল ইসলাম, সাইদুল হাসান শিপন, মাহফুজ শাকিল, কল্যাণ প্রসূন চম্পু, কামরুল হাসান নোমান, আল আমিন আহমদ, তপন দাশ, এ.জে. লাভলু, রুমেল আহ্সান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. মোতাহার হোসেন, তপন চন্দ্র দেবনাথ, শুরুদেব রায় মো. ছিদ্দিক, সকুমার দাশ, মো. জিয়াউর রহমান তালুকদার, মো. সুরুজ আলি, মো. লুকোল মিয়া, নোমান উদ্দিন, মো. সেলিম রুকন মিয়া, মো. জয়নাল উদ্দিন, মো. সেবুল আহমদ, মো. কামাল আহমেদ, মো. খোরশেদ আলম. সাব্বির আহমেদ প্রমুখ।

জুড়ীরসময়/ডেস্ক/এস