জুড়ীতে পুষ্টি বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা

জুড়ীতে পুষ্টি বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা


বিশেষ প্রতিবেদক:: 

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস’ স্লোগানে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস’র সূচনা প্রকল্পের সহযোগিতায় বুধবার (২ মার্চ) দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়ক  আল-আমিনের সঞ্চালনায় এ সভায় স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের জেলা সমন্বয়ক সৌরভ কান্তি রায়। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন সহাকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, সাগারনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর নুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা  ডা. আব্দুল মজিদ, উপজেলা মৎস কর্মকর্তা আবু ইউসুফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি হাফিজ মাহমুদ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসের  প্রতিনিধি বিদ্যুৎ লাল দাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সূচনা প্রকল্পের জেলা জ্যৈষ্ঠ পুষ্টি কর্মকর্তা আলতাব হোসাইন। 

এ সময় সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা উসমান গনি, জিসিডিও অসীম চন্দ্র, মনিটরিং কর্মকর্তা নুরুল আহমেদ মামুন, তৌহিদ কামাল তাপস, ইউনিয়ন সমন্বয়কারী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জুড়ীরসময়/ডেস্ক/সাইফ