কবিতাঃ শীত আসলো বলে

 


শীত আসলো বলে

আবিদ হোসাইন 

ভোরের আলোয় দেখতে যে পাই
কুয়াশার বুকে গ্রাম,
শীতল হাওয়ায় খোজে পাই আমি
নতুন ঋতুর নাম।

শীতের আমেজ বদলে দিল যে
গ্রামবাংলার রূপ,
সকাল কাটে কুয়াশার বুকে 
সন্ধ্যায় ঠান্ডা খুব।

লেপ তুষকের আড়ালে কাটে
নিঝুম রাত্রি বেলা,
সকাল হতেই চোখে পড়ে ওই
রোধ পোহানোর মেলা।

পিঠাপুলি আর ঠান্ডার আবেশ
মিলেই তো শীতকাল, 
ঐতিহ্য আর ঠান্ডার মেলায়
সুখ - ভাবনা অম্লান।