ইউপি নির্বাচন জুড়ী: ভোটের দিন ভোরে ব্যালট পৌছবে পশ্চিমজুড়ীতে

ইউপি নির্বাচন জুড়ী: ভোটের দিন ভোরে ব্যালট পৌছবে পশ্চিমজুড়ীতে


নিজস্ব প্রতিবেদক:: 

রাত পোহালেই জুড়ী উপজেলার ৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট দফতরগুলো। 

এদিকে  ভোট গ্রহণে নির্বাচনী সকল সরঞ্জামাদি উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে প্রেরণ করা হলেও পশ্চিমজুড়ীতে ব্যালট পৌছবে ভোটের দিন ভোরে। 

বুধবার (১০ নভেম্বর) বিকেলে জুড়ীরসময়কে নিশ্চিত করেছেন জুড়ী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান। 

তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পশ্চিমজুড়ী ইউনিয়নে ব্যালট পেপার ভোটের দিন সকালে পৌছিয়ে দেয়া হবে। 

ইতিমধ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সেগুলাে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভােট চলবে। পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

জুড়ীরসময়/ডেস্ক/এস