বঙ্গবন্ধুর জীবনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জুড়ীতে সাইক্লিং র‍্যালী

বঙ্গবন্ধুর জীবনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জুড়ীতে সাইক্লিং র‍্যালী


নিজস্ব প্রতিবেদক::

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বাইসাইকেলের ইতিহাস নব প্রজন্মের কাছে তুলে ধরতে জুড়ী উপজেলায় সাইক্লিং র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে সাবেক ছাত্রলীগ নেতা তাপসের উদ্যোগে এই সাইকেল র‍্যালীটি হয়।

জানা যায়, পলিমাটির বুকে বাই-সাইকেল নিয়ে যাত্রা শুরু করা টুঙ্গীপাড়ার খোকা, মিয়া ভাই থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কলকাতার পিচঢালা পথ থেকে ঢাকার রাজপথ আবার গোপালগঞ্জ কিংবা টাঙ্গাইল এর নির্বাচনে বঙ্গবন্ধুর নির্ভরযোগ্য বাহন ছিল এই বাই-সাইকেল।

বঙ্গবন্ধুর নিরহংকার সংগ্রামী রাজনৈতিক জীবনের সাথে জড়িত বাই- সাইকেলের ইতিহাস গল্প কথা নব প্রজন্ম ও রাজনৈতিক প্রজন্মের কাছে পূনরায় উপস্থাপনের লক্ষ্যে তারা জুড়ীতে উদ্যোগ।

আয়োজকরা বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবন ও সংগ্রামের সাথে জড়িত এই বাই- সাইকেলের ইতিহাস এখনকার নব প্রজন্মের কাছে তুলে ধরতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।

এসময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা অজয় দাশ, ছাত্রলীগ নেতা প্রান্ত দে, রাহল, রাকিব, ধ্রুব, তামিম, জয়, জয়ন্ত, সাদ্দাম প্রমুখ।

জুড়ীরসময়/ডেস্ক/এস