জুড়ীতে মহিলাদেরকে ভ্যাকসিন দিচ্ছেন পুরুষ স্বাস্থ্য সহকারী

জুড়ীতে মহিলাদেরকে ভ্যাকসিন দিচ্ছেন পুরুষ স্বাস্থ্য সহকারী


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলাদেরকে করোনার ভ্যাকসিন দিচ্ছেন পুরুষ স্বাস্থ্য সহকারীরা। ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই এ অবস্থা চলে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভ্যাকসিন গ্রহণকারীদের অভিযোগ বারবার কর্তৃপক্ষকে অবগত করার পরও তারা নজরে নেয় নি। অনেক সময় মহিলারা পুরুষ স্বাস্থ্য সহকারীদের কাছ থেকে টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করলে তারা (স্বাস্থ্য সহকারীরা) চলে যেতে বলেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের নিচ তলার একটি রুমে পুরুষ স্বাস্থ্য সহকারী মহিলাদের টিকা দিচ্ছেন।

এসময় টিকা গ্রহণকারী ঐ মহিলা জানান, পুরুষদের কাছ থেকে টিকা নিতে খুবই খারাপ লাগে।

মহিলার অভিভাবক বলেন, পুরুষরা কেন মহিলাদেরকে টিকা দিবে? এটা নিয়ম না। কেন মহিলার জন্য মহিলা স্বাস্থ্য সহকারী নেই।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জুড়ীরসময়কে বলেন, এটা সম্পূর্ণ ভূয়া কথা। মহিলাদের দায়িত্বে যিনি ছিলেন তিনি দুপুরে খাওয়াদাওয়া করতে কোয়ার্টারে গিয়েছিলেন।

জুড়ীরসময়/ডেস্ক/এস