কবিতা: ঈদের এই খুশিতে


"ঈদের এই খুশিতে"

-শফিকুল ইসলাম

মুচে যাক...
এই ধরনীর সব ভেদাভেদ রেষারেষি
হানাহানি যুদ্ধ-বিগ্রহ।
মুচে যাক ঈদের  ঐ খুশির জোয়ারে
আছে যত বিবাদ-কলহ।

মুচে যাক...
এই পৃথিবীর হিংসা-বিদ্বেষ রাহাজানি
জনে-জনে যত আছে বৈষম্য।
ঈদের এই খুশির দিনে কায়েম হোক
জনে-জনে সম্প্রীতি আর সাম্য।

ঈদের এই খুশিতে...
জনে-জনে সম্প্রীতির এ বন্ধন
অটুট থাকুক অমলিন আমরণ।
বীরত্ব আমিত্ব ঝেড়ে ফেলে-
গড়ুক সবে রিয়া মুক্ত আচরণ।

মুচে যাক...
মন দেয়ালে আকাঁ যত দুঃখ হতাশা
ভয়ে থাকা যত হৃদয়।
ঈদের এই মধুর মিলনে, ভালোবাসায়
সব জয় করে নিক জয়।

মুচে যাক...
খুশির ঐ বাঁধ ভাঙ্গা ঝড়ে-
এ সমাজের বৈরী সব অভাব-অনটন।
আমির-ফকির এক হয়ে যাক
ভুলে সব  হিংসাত্মক নিয়ম-কানুন।

   লেখকঃ কবি ও সাংবাদিক