জুড়ীতে চুরি হওয়া একটি গরু উদ্ধার করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চুরি হওয়া একটি গরু উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি) সকাল ভোরে উপজেলার গোয়ালবাড়ি এলাকা থেকে গরুটি আটক করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দূর্গাপুর হাইস্কুলের পাশে থেকে চুরচত্রের সদস্যরা গরুটি পিকআপ ভ্যানে করে নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে, পূর্বজুড়ি ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় গরুটি গোয়ালবাড়ি এলাকা থেকে আটক করেন। 

গরুটির স্থানীয় এক পাইকার দাবি করছিলেন যে, তিনি দূর্গাপুর থেকে ক্রয় করেছেন। তাৎক্ষনিকভাবে তিনি সুনির্দিষ্ট কোন প্রমাণাদি দিতে না পারলে, ইউপি চেয়ারম্যান গরুটি জুড়ি থানা পুলিশে সোপর্দ করেন।

পূর্বজুড়ি ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ বলেন, বিগত কিছুদিন যাবত অত্র এলাকা থেকে কয়েকটি গরু চুরি হওয়ার অভিযোগ উঠেছে। আজ ভোরে খবর পেয়ে চুরসহ গরুটি আটক করতে এলাকাবাসীর সহযোগিতায় অভিযান করি। 
 
জুড়ি থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ীর সময়কে বলেন, গ্রামবাসী গরুটি উদ্ধার করে থানায় ফোন দিলে আমরা গরুটি নিয়ে থানায় আসি। যারা গরুটির সাথে ছিল তাদেরকে পাওয়া যায়নি কিন্তু আমরা তাদের সমস্ত তথ্য সংগ্রহ করেছি এবং মামলার প্রস্তুতি চলছে।

জুড়ীরসময়/ডেস্ক