কবিতাঃ বিজয়ের হাসি



বিজয়ের হাসি
খালেদ মাসুদ

বিজয়ের হাসি হাসতে গিয়ে,
চোখের পানি বন্ধ করতে। 
দিয়ে গেলো যারা রক্ত,
কৃপণতা করলো না মরতে।

তাদের নিয়ে গর্ব মোদের,
পতাকায় রক্ত যাদের।
লাঙল ফেলে অস্ত্র নিয়ে,
গোয়াল ছেড়ে মাইন নিয়ে। 
একটুকরো স্বপ্ন আকতে।

রক্ত কি তাদের হবে বৃথা, 
আবরারের লাশ কি স্বাধীনতা? 
মুক্তবাক্য নামে মিথ্যাচার,
হত্যা নামের যতো বিচার।
বিজয় কি এসব করতে।

স্বপ্ন তো দেখেছি আকাশ সমান,
বাতাসে বাসবে দেশের রক্তের মান।
স্বপ্ন এবার সত্যি চাই,
বিজয়ের আসল গান গাই।

জুড়ীর সময়/ডেস্ক