কবিতাঃ তারার মেলা

তারার মেলা

-এ কে উজ্জল

ঝিম ঝিম বাতাসে
দেখি আমি আকাশে। 
রংধনুর ঝড়ে রং
আকাসের পাতায়।

রাত হলে চেয়ে থাকি
ওই গগনের সেতায়।
ঝিম ঝিম তারার মাঝে 
যেন সপ্নটাকে খুঝি।

টিপ টিপ করে তারারা 
একা খেলা করে যায়।
রাত জাগা পাখি হয়ে,
তারা গুলো দেখে যাই।

শুক তারা দীগ তারা
আকাশেতে জলে যায়।
মন আমার মন নায় 
মন আজ তারার মেলায়।
জুড়ীরসময়/ডেস্ক