কুলাউড়ায় অভিমান করে রাস্তা বন্ধ করে রাখে ষাড়টি!


নিজস্ব প্রতিবেদক ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া বাজারে আধা ঘন্টা রাস্তা বন্ধ করে রাখে একটি ষাড়।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে ষাড়টি বাজারের নাবিল ভেরাইটিজ স্টোরের সামনের রাস্তাটির মধ্যখানে দাড়িয়ে থাকে। ফলে চলাচলকারী মানুষ রাস্তার দু’ পাশে দাড়িয়ে থাকেন।

জানা যায়, ষাড়টির মালিক দীপক রাজভর। রাঙ্গিছড়া চা বাগানে তার বাড়ি।

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয়রা বলেন, বিকেলে ষাড়টি বাজারে আসলে কে বা কারা ধমক দেন এবং প্রহার করেন। সে কারনে হয়তো বা ষাড়টি অভিমান করে প্রায় আধা ঘন্টা রাস্তায় দাড়িয়ে থাকে। সে সময় ভয়ে কেউ রাস্তা পারাপার হোন নি। পরে মালিককে খবর দিলে তিনি এসে ষাড়টি নিয়ে যান।

প্রতক্ষ্যদর্শী বাবুল আহমদ বলেন, হঠাৎ বাজারে ষাড়টি এসে হাকডাক শুরু করে। কেউ তখন ধমক দেন। পরে ষাড়টি রাস্তার মধ্যখানে এসে দাড়িয়ে যায়। এবং বাজারের মানুষরা ধমক-ধমকি করার পর ষাড়টিকে রাস্তা থেকে সরাতে পারেন নি। পরে মালিক আসার সাথে সাথে দৌড়ে তার সাথে চলে যায়। এসময় আধা ঘন্টা কোনো ঘাড়ি চলাচল করতে পারে নি।

জুড়ীরসময়/ডেস্ক