জুড়ীতে পালিত হলো ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে দৈনিক ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জুড়ী পোস্ট অফিস রোডের ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি কামরুল হাসান নোমানের সঞ্চালনায় কেক কেটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ খুশী, জুড়ী কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, প্রকল্প কর্মকর্তা মো ওমর ফারুক, জায়ফর নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিলাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা তাতীলীগের আহবায়ক গোলাম রাব্বানী চৌধুরী জাহাঙ্গীর, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক ইয়াসিন শিপন, কামিনীগন্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আহমদ আল আজাদ সোহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন, ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, সাংবাদিক আল আমিন, বদরুল ইসলাম, শাহ আলম, সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম, সমকালের সংবাদদাতা মো বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি কামরুল হোসেন পলাশ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সাংবাদিক ইকবাল খান, মাইকেল নংরুম, আব্দুস সবুর, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ প্রমুখ।

জুড়ীরসময়/ডেস্ক