"বিদায় বিশ"

 

"বিদায় বিশ"

শফিকুল ইসলাম::

’ব’ তে বিশ
’ব’ তে বিদায়।
কালের স্রোতে ভেসে
হারিয়ে যাবে অজানায়।
তোমাতে যা হয়েছে কিংবা ঘটেছে
লিখে রেখো স্মৃতির পাতায়।
’ব’ তে বিশ 
’ব’ তে বিয়োগ।
চেনা-অচেনা কত নক্ষত্র
একুশে হবেনা তো যোগ।
পৃথিবীর সব দামি উপহার দিলেও
হবেনা তাদের ঋণ শোধ।
’ব’ তে বিশ
’ব’ তে বিলীন।
কত স্বপ্ন ভেঙ্গে
চৌচির হয়েছে বুকের জমিন।
ধূসর হয়ে গেছে
যা ছিল স্বপ্নের মত রঙ্গিন।

জুড়ীরসময়/ডেস্ক